ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘সিরিয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে’ : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, এপ্রিল ১৯, ২০১২
‘সিরিয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে’ : জাতিসংঘ মহাসচিব

ঢাকা: যুদ্ধবিরতি বাস্তবায়নে সিরিয়া আন্তরিকতা প্রদর্শন করছে না বলে অভিযোগ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তবে এরপরও সিরিয়ায় প্রেরিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের মেয়াদ বৃদ্ধি করা করা হবে বলে জানিয়েছেন তিনি।



সিরিয়ায় প্রেরিত পর্যবেক্ষণ মিশনের ওপর বুধবার জাতিসংঘে একটি প্রতিবেদন প্রকাশ কালে বান কি মুন সিরিয়ায় আগামী তিনমাসের মধ্যে আরো তিনশত নিরস্ত্র পর্যবেক্ষক পাঠানোর সুপারিশ করেছেন।

গত শনিবার সিরিয়ায় ত্রিশজন নিরস্ত্র পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত অনুমোদিত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এ ব্যাপারে একটি প্রতিবেদন দাখিলের জন্য শনিবার বান কি মুনের প্রতি আহবান জানায় পরিষদ। এর পরিপ্রেক্ষিতে তিনি বুধবার সিরিয়ার যুদ্ধবিরতি পরিস্থিতি এবং পর্যবেক্ষণ মিশন সম্পর্কে নিরাপত্তা পরিষদে প্রতিবেদন দাখিল করেন। তার সুপারিশ করা পর্যবেক্ষক দলের সদস্যদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ার দশটি পৃথক স্থানে পাঠানো হবে বলে জানা গেছে।

 গত ১২ এপ্রিল থেকে সিরিয়ায় আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষন মিশন আরম্ভ হয়। এই মিশনের সদস্যরা মূলত কফি আনানের ছয় দফা যুদ্ধ বিরতি পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন।

বর্তমানে সিরিয়ায় একজন কর্নেলের নেতৃত্বে ছয়জন নিরস্ত্র পর্যবেক্ষক অবস্থান করছেন। তবে পূর্ণ মিশন পরিচালিত হবে একজন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তার অধীনে।

তবে মিশনের সদস্যদের সংঘাত কবলিত হোমস সফরের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বান কি মুন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের হোমস সফর থেকে বিরত রাখা হয়।

পর্যবেক্ষণ মিশন দেরা শহর পরিদর্শন করে গত মঙ্গলবার। তবে সেখানে কোন লড়াই চোখে পড়েনি বলে জানিয়েছে তারা। বান কি মুন জানিয়েছেন বুধবার দামেস্কের উপকন্ঠ আরবিনে সহিংসতা পর্যবেক্ষণ করেছে জাতিসংঘ পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।