ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, এপ্রিল ১৯, ২০১২
মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করবে ইইউ

ঢাকা: মিয়ানমারের ওপর আরোপিত অবরোধ স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মিয়ানমারের বিরুদ্ধে ইইউ’র আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞার বেশির ভাগই স্থগিত করতে নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সংস্থার প্রধান কার্যালয় ব্রাসেলসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মিয়ানমারের ওপর আরোপিত বেশিরভাগ অবরোধই প্রত্যাহার করে নেওয়া হতে পারে বৈঠকে। তবে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও শুধুমাত্র অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রাখা হবে বলে জানা গেছে।
 
নিষেধাজ্ঞা তুলে নেওয় হলে দেশটির শীর্ষ কর্মকর্তাদের ইইউ ভূক্ত দেশগুলোতে সফরে আর কোন বাধা থাকবে না। পাশাপাশি জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টও খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মিয়ানমারে বিদেশী সাহায্য এবং অনুদানের অর্থ প্রবেশের বাধাও অপসারণ করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এছাড়া বিদেশী বিনিয়োগের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ফলে ইইউ ভূক্ত দেশগুলোতে বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ মিয়ানমারের পণ্য রপ্তানিতে কোন বাধা থাকবে না। ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য চুক্তি সম্পাদনের ব্যাপারেও আলোচনা করা হবে বলে জানিয়েছে কূটনীতিক সূত্রে।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।