ঢাকা: আফগানিস্তানে ন্যাটোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে চার আরোহী ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে তালেবান সংশ্লিষ্টতাকে প্রত্যাখান করেছে ন্যাটো কর্তৃপক্ষ। খারাপ আবহাওয়া অথবা কারিগরি ত্রুটিই হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার জন্য দায়ী বলে জানিয়েছেন তারা।
হেলিকপ্টারের আরোহীদের সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক বাহিনী আইসাফের একজন মুখপাত্র জানিয়েছেন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিধ্বস্ত হওয়ার স্থানটিতে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আফগানিস্তানে প্রায়ই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খারাপ আবহাওয়া ও কারিগরি ত্রুটিকেই দায়ী করেন।
বাংলাদেশ সময়:১২২৬ ঘণ্টা, এপ্রিল ২০,২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর