ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানি দৈনিক ডনের সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, এপ্রিল ২০, ২০১২
পাকিস্তানি দৈনিক ডনের সাংবাদিক খুন

ঢাকা: এক সিনিয়র সাংবাদিককে হত্যা করা হয়েছে পাকিস্তানে। মুরতজা রাজভি নামের এই সাংবাদিক পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ডনের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

একই সঙ্গে তিনি ডন ম্যাগাজিনের প্রধান ছিলেন। বৃহস্পতিবার দিনের প্রথমভাগে পাকিস্তানের করাচি নগরী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

করাচির ডিফেন্স হাউজিং অথরিটি এলাকায় অবস্থিত একটি আর্ট স্টুডিও থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার হাত বাঁধা ছিলো। তার শরীরে নির্যাতনের প্রমান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে মেরে ফেলা হয়েছে।

আর্ট স্টুডিওটির মালিক ভাস্কর সাহিদ রাসাম নিহত সাংবাদিকের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে। রাজভি নিহত হওয়ার আগের দিন তার কাছে স্টুডিওর চাবি চেয়ে নেয় বলে পুলিশকে জানান সাহিদ রাসাম।

ময়না তদন্তের পরপরই রাজভি হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করছে পুলিশ। তবে তার কোন ব্যক্তিগত শত্রু নেই বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

৪৭ বছর বয়সী মর্তুজা রাজভিকে পাকিস্তানের  অন্যতম প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে অভিহিত করা হতো। তিনি দুই দশক ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। ব্যক্তিজীবনে বিবাহিত এই সাংবাদিক তিনি কন্যা সন্তানের পিতা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।