ঢাকা : সুদান ও দক্ষিণ সুদানের সংঘাত প্রসঙ্গে আলোচনা করতে জরুরি বৈঠক আহবান করেছে আরবলীগ। আরবলীগের উপ মহাসচিব আহমেদ বিন হেলি বৃহস্পতিবার বলেছেন, দক্ষিণ সুদানের হেগলিগ দখলের কারণে সৃষ্ট সঙ্কটের প্রেক্ষিতে আরব লীগের সদস্য রাষ্ট্র সুদানের অনুরোধে এই বৈঠক আহবান করা হচ্ছে।
মিসরের রাজধানী কায়রোতে পরবর্তী সপ্তাহে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।
দুই দেশের সীমান্তে অবস্থিত তেলসমৃদ্ধ হেগলিগ নিয়ে উভয় সুদান বর্তমানে সংঘাতে লিপ্ত। এতদিন সুদানের অধিকারে থাকলেও গত সপ্তাহে দক্ষিণ সুদান আকস্মিক ভাবে এই অঞ্চলটি দখল করে নেয়। হেগলিগ সুদানের মোট তেল উৎপাদনের অর্ধেকের যোগান দেয়।
এদিকে আরবলীগের পাশাপাশি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও দক্ষিণ সুদানের হেগলিগ দখলের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবলিম্বে দক্ষিণ সুদানকে হেগলিগ থেকে সেনা সরাতে বললেও দেশটি এখনও হেগলিগ দখল করে রেখেছে।
এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন হেগলিগ দখলকে অবৈধ আখ্যা দিয়ে দক্ষিণ সুদানকে অবিলম্বে দখল করা অঞ্চল ছেড়ে যেতে বলেছেন। এর পাশাপাশি তিনি উভয় দেশকে যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধান করার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর