ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শেষ দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, এপ্রিল ২০, ২০১২
শেষ দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা

ঢাকা : শুক্রবার ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের  প্রচারণার শেষ দিন। রোববার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দুই দিন আগে শুক্রবার সব প্রচারণা বন্ধ হয়ে যাবে।



অন্যতম ইউরোপীয় পরাশক্তির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্র্তের প্রচারণা জমে উঠেছে ফ্রান্সে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তৃতা ও যুক্তিতর্কের মাধ্যমে একে অপরকে ঘায়েলের চেষ্টা এবং ভবিষ্যত প্রতিশ্রুতির ফুলঝুড়ির মধ্যেই শুরু হয়েছে নির্বাচনের ক্ষনগণনা।
 
নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং তার সমাজবাদী প্রতিদ্বন্দ্বী ফ্রাঁসোয়া হলাঁদে এখন ব্যস্ত শেষ মুহূর্তে প্রচারণায়। উভয় প্রার্থীই ইউরো সঙ্কটকে  সামনে রেখে একে অপরকে ঘায়েলের চেষ্টা চালাচ্ছেন।

এর অংশ হিসেবে শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে সারকোজি বলেন, ইউরো সঙ্কট কাটিয়ে উঠতে তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন। সঙ্কট মোকাবেলায় নিজেকে যোগ্য ব্যক্তি হিসেবেও দাবি করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নিস শহরে চূড়ান্ত প্রচারণায় অংশ নেবেন সারকোজি।

জবাবে অপর প্রতিদ্বন্দ্বী হলাঁদে সারকোজিকে অভিযুক্ত করে বলেন ইউরো সঙ্কটকে কেন্দ্র করে ফ্রান্সের আার্থিক অ ব্যবস্থাপনার জন্য দায়ী সারকোজি নিজেই।

বৃহস্পতিবার বর্দো শহরে আয়োজিত শেষ র্যালিতে অংশ নিয়ে হলাঁদে বলেন, তিনি ফ্রান্সের জন্য ব্যাপক পরিবর্তন আনতে চান।

সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে উভয় প্রার্থীই বর্তমানে সমানে সমানে অবস্থানে রয়েছেন। তবে আগামী ৬ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে হলাঁদেই জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী ইস্যু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসী ভোটাররা সারকোজির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় হলাঁদে সুবিধা পাবেন বলে মনে করছেন অনেকেই।

জনমত জরিপ অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া অপর দুই প্রার্থী চরম ডানপন্থী মেরি লি পেন ১৭ শতাংশ ভোট এবং বামপন্থী প্রার্থী জেন লুক মেলেকোন ১৪ শতাংশ ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ফ্রান্সের এক চতুর্থাংশ ভোটার ভোট দেওয়ার আগেই তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে দেখা গেছে জনমত জরিপে।

এদিকে হলাঁদে প্রথম দফায় অধিক হারে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী সারকোজির বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকতে তিনি সমর্থকদের প্রতি এ আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৮০৩, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।