ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পার্লামেন্ট বয়কট করবে সু চি’র দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, এপ্রিল ২০, ২০১২
পার্লামেন্ট বয়কট করবে সু চি’র দল

ঢাকা : মিয়ানমার পার্লামেন্টের আগামী সপ্তাহের অধীবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দলটি থেকে নব নির্বাচিত সংসদ সদস্যরা। সাংবিধানিক শপথ নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে মতানৈক্যের জের ধরে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার দলের একজন মুখপাত্র জানিয়েছেন।



গত ১ এপ্রিল উপ-নির্বাচনের পর এ ঘটনাকে সংস্কারপন্থী ক্ষমতাসীন এবং সু চি’র এনএলডি’র মধ্যে বড় ধরনের মতানৈক্যের চিহ্ন বলে মনে করা হচ্ছে। দীর্ঘ দিন কারাবাস এবং গৃহবন্দিত্বের পর উপ নির্বাচনে বিজয়ী হয়ে এই-ই প্রথম পার্লামেন্টে আসনের অধিকারী হয়েছেন সু চি।

মিয়নামারের সংবিধানে সাবেক সামরিক সরকারের সংযোজিত সংবিধানকে ‘রক্ষা’ এবং ‘শ্রদ্ধা’ এ শব্দ দু’টি শপথে উচ্চারণে আপত্তি করেছে এনএলডি’র সাংসদরা। তারা এর পরিবর্তনের দাবি করেন এবং শপথ নিতে অস্বীকার করেন।

দলের মুখপাত্র নিয়ান উইন জানিয়েছেন, এনএলডি বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রেসিডেন্টের কার্যালয়ে চিঠি লিখবে। কিন্তু আগামী সোমবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে সময় মতো এ প্রস্তাব পৌঁছানোর সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেন তিনি।

এই মূহূর্তে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন জাপানে রয়েছেন।

গত ১ এপ্রিল উপ নির্বাচনে সু চি’র দল ৪৪টি আসনে প্রার্থী দিয়ে ৪৩টি আসনে জয়লাভ করে। এতে করে তারা বর্তমান ক্ষমতাসীন সেনা সমর্থিত সংসদে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।