ঢাকা: পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার জাপান পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন।
গত ২৮ বছরের মধ্যে মিয়ানমারের কোনো নেতার এটাই প্রথম জাপান সফর।
এদিকে এর মধ্যে বর্তমান সরকার রাজনীতিতে সন্তোষজনক সংস্কার করায় ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর অবরোধ শিথিল করার ব্যাপারে একমত হয়েছে।
খবরে জানা গেছে, জাপান মিয়ানমারকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতোদিন তারা দেশটিকে ঋণ দেওয়া বন্ধ রেখেছিল।
সফরে প্রেসিডেন্ট থেইন সিন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সঙ্গে বৈঠক করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে মিয়ানমারকে দেওয়া জাপানের ঋণ নিয়ে আলোচনা হবে যেখানে মিয়ানমারের সবচে বড় ঋণদাতা দেশ জাপান।
বিশ্লেষকরা মনে করছেন, মিয়ানমার প্রেসিডেন্টের এ দীর্ঘ সফর দেশটিতে জাপানের অর্থনৈতিক সহায়তার পথ নতুন করে খুলে দিতে পারে। অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ মিয়ানমারে বিনিয়োগের জন্য জাপানি কোম্পানিগুলোও আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। তবে বিনিয়োগের আগে মিয়ানমারের অবকাঠামো ঠিক করা দরকার।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর