ঢাকা : পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি নগরীর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
পুলিশ জানায় মোটর সাইকেলরোহী অজ্ঞাতনামা বন্দুকধারীরা করাচির ওরাঙ্গি উপশহরে অবস্থিত কাদাফি চকে গুলি চালিয়ে তিন ব্যক্তি হত্যা করে। বন্দুকধারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এর পাশাপাশি পুলিশ ওরাঙ্গির অপর প্রান্ত থেকে অপহৃত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। হত্যার আগে তাদের নির্যাতন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ওরাঙ্গিতে আরেকটি পৃথক ঘটনায় দুই জন নিহত হয়। এছাড়া টিনহাট্টি নামের একটি এলাকায় গোলাগুলির মধ্যে পড়ে এক রিকশাচালক নিহত হন। পাশাপাশি নগরীর মালির এবং নিউ সাবজি মান্ডি নামের এলাকায় অবস্থিত মহসড়কের পাশে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আলিগড় কলোনি এলাকাতেও নিহত হন অপর এক ব্যক্তি।
এই সব হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও জানাতে পারেনি পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে এর পেছনে সম্প্রদায়গত সংঘাত কাজ করতে পারে। পাকিস্তানের করাচি নগরী সম্প্রদায়গত সহিংসতার জন্য কুখ্যাত। নগরীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই ভারত থেকে দেশ বিভাগের সময় আসা মোহাজের ও উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পাঠান সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিদের মধ্যে রক্তাক্ত সংঘাত শুরু হয়।
বাংলাদেশ সময়:১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর