ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হেগলিগ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, এপ্রিল ২০, ২০১২
হেগলিগ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান

ঢাকা : অবশেষে বিতর্কিত হেগলিগ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান। অবিলম্বে হেগলিগ থেকে সেনা প্রত্যাহার শুরু হবে বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী ।

আগামী তিনদিনের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে বলে জানান তিনি।

শুক্রবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় এক সংবাদসম্মেলনে তথ্যমন্ত্রী বার্নাবা মারিয়াল বেনজামিন জানান, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

বেনজামিন বলেন, ‘দক্ষিণ সুদান এসপিএলএ যোদ্ধাদের পানথাউ (হেগলিগ) থেকে সরে আসার নির্দেশ দিয়েছে। ’ তবে হেগলিগ থেকে সরে আসলেও দক্ষিণ সুদান এই ভূখন্ডের ওপর নিজেদের দাবি প্রত্যাহার করছে না বলে জানান তিনি। আন্তর্জাতিক আদালতেই হেগলিগের মালিকানা নির্ধারিত হবে বলে এ সময় উল্ল্যেখ করেন বেনজামিন।

সুদান ও দক্ষিণ সুদানের সংঘাত নিয়ে আলোচনা করতে আরবলীগের জরুরি বৈঠক আহবানের পরপরই সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান।

আরবলীগের উপ মহাসচিব আহমেদ বিন হেলি এর আগে জানান হেগলিগ দখলের কারণে সৃষ্ট সঙ্কটের প্রেক্ষিতে আরব লীগের সদস্য সুদানের অনুরোধে এই বৈঠক আহবান করা হচ্ছে। মিসরের রাজধানী কায়রোতে পরবর্তী সপ্তাহে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।