ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডনে জঙ্গি সন্দেহে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, এপ্রিল ২০, ২০১২
লন্ডনে জঙ্গি সন্দেহে আটক ৩

ঢাকা : ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে জঙ্গি সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার পুলিশ জানিয়েছে, দেশে-বিদেশে সন্ত্রাসের উদ্দেশ্যে ব্যবহারের জন্য কিছু প্রবন্ধ-নিবন্ধ এবং নথিপত্র রাখার দায়ে তাদের আটক করা হয়েছে।



আটক তিন জনই ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের বাসিন্দা। গত বৃহস্পতিবার ওমান থেকে ফেরার পরই তাদের আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ বলেছে, তিন জনের বয়সই ৩৩ থেকে ৩৯ বছরের মধ্যে। ওয়েস্ট মিডল্যান্ডস কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের পূর্ব পরিকল্পিত এবং গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে তাকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তারা জননিরাপত্তার জন্য হুমকি এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে এমন দাবি করেনি পুলিশ।

তবে ব্রিটেনের সন্ত্রাস আইনের ৫৭ ধারা মোতাবেক ওই তিন ব্যক্তির কাছে ওই পরিস্থিতিতে যা ছিল তাতে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা যায়। আর এ ধারা অনুযায়ীই তাদের সন্ত্রাসী হিসেবে সন্দেহ করা যৌক্তিক বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই তিন ব্যক্তিকে আটকের আগে ব্রিটেনের কর্মকর্তারা ওমান গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছে। তবে এ অভিযান সম্পর্কে বা আটকদের কাছে থাকা নিবন্ধ ও নথিপত্রের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।