ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ১২৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, এপ্রিল ২০, ২০১২
পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ১২৭ আরোহীর সবাই নিহত

ঢাকা: পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দর থেকে কিছু দূরে চাকলালা বিমানঘাঁটির কাছে শুক্রবার ১২৭ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়।



খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান কর্মকর্তারা।

পাকিস্তানের টেলিভিশনে প্রচারিত সংবাদে জানা গেছে, ভোজা এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ বিমানটি করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে রাওয়ালপিন্ডির চাকলালা বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।

পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টায় করাচি ছেড়ে যায়। এতে ১২৭ জন আরোহী ছিল। এর মধ্যে ১১৮ জন যাত্রী এবং ৯ জন ক্রু।

পুলিশের উদ্ধারকারী টিমের কর্মকর্তা সাইফুর রহমান একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদের প্রধান মহাসড়ক থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হুসেইন আবাদ গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, বিমানটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখার জানিয়েছেন, করাচি বিমানবন্দর ছেড়ে কয়েক মাইল যাওয়ার পর বিমান থেকে ধোয়া বের হতে থাকে।

দুর্ঘটনার সময় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছিল বলে খবরে জানা যাচ্ছে। সঙ্গে বজ্রপাতও ছিল আর একারণে বিমানে আগুন ধরে যায় বলে ধারণা করছে বিমান কর্তৃপক্ষ।

ভোজা এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, ‘আবহাওয়া খারাপ ছিল কিন্তু ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। ’

এদিকে বিবিসি জানিয়েছে, পাকিস্তানের বিমান কোম্পানি ভোজা এয়ারলাইন্স একটি ছোট আকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১০ বছর আগে এরা ব্যবসা শুরু করলেও মাঝে অর্থ সঙ্কটে বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি চালু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।