ঢাকা : বোমা বিস্ফোরণে সিরিয়ায় দশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনাইরা প্রদেশে বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর এই দশ সদস্য নিহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়,সশস্ত্র ‘সন্ত্রাসীদের’ একটি দল কুনাইরা প্রদেশের সাহম আল জোলান এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে ১০০ কিলোগ্রাম ওজনের একটি বোমার বিস্ফোরণ ঘটালে দশ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হয়।
সিরিয়া-ইসরাইল সীমান্তের নিকটবর্তী গোলান মালভূমিতে কুনায়রা প্রদেশ অবস্থিত। শুক্রবারের বিস্ফোরণ এমন এক সময় সংঘটিত হলো যখন আন্তর্জাতিক সম্প্রদায় বারংবার যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য সিরীয় কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, কফি আনানের যুদ্ধবিরতি প্রস্তাব বাশার আল সরকার অনুমোদন করলে গত ১২ এপ্রিল থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে অব্যাহত সহিংসতার কারণে সিরিয়ার যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। যুদ্ধবিরতি না মানার জন্য সরকার ও বিরোধী উভয় পক্ষই উভয় পক্ষকে দায়ী করছে।
যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত সংঘটিত সহিংসতায় সিরিয়ায় ১২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পর্যবেক্ষকরা।
বাংলাদেশ সময়:২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর