ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাহরাইনে ফর্মুলা ওয়ান বিরোধী বিক্ষোভ : প্রতিবাদকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, এপ্রিল ২১, ২০১২
বাহরাইনে ফর্মুলা ওয়ান বিরোধী বিক্ষোভ : প্রতিবাদকারী নিহত

ঢাকা: সরকারের দমনপীড়ন এবং রাজধানী মানামায় রোববারে অনুষ্ঠিত হতে যাওয়া ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার প্রতিবাদে বাহরাইনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলছে। শুক্রবার রাতভর প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ সময় বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা পুলিশের একটি বাহনে আগুন লাগিয়ে দেয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে এক প্রতিবাদকারী নিহত হয়। রাজধানী মানামার নিকটবর্তী শিয়া গ্রাম সাখোরা থেকে নিহত প্রতিবাদকারীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিরোধী আন্দোলনকারীরা। ৩০ বছর বয়সী নিহত বিক্ষোভকারীর নাম সালাহ আব্বাস হাবিব। সরকারি বাহিনীর গুলিতেই তিনি নিহত হন বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিক্ষোভকারী নিহত হওয়ার কথা স্বীকার করেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জানানো হয় টুইটারে প্রকাশিত বিবৃতিতে।

বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই ফর্মুলা ওয়ানের অনুশীলন ও অন্যান্য কর্মসূচি এগিয়ে চলছে। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ (এফআইএ) প্রতিযোগিতা অব্যাহত রাখবে বলে জানা গেছে। এর আগে বাহরাইনের সরকার প্রতিযোগিতার নিরাপত্তা নিশ্চিত করতে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়।

এদিকে আন্দোলনকারীরা দাবি করেছে গত দুইদিনে সরকারি বাহিনীর হামলায় প্রায় ৭০ জন আহত হয়েছে। এছাড়া ৮০ জন বিক্ষোভকারী এসময় গ্রেফতার হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।