ঢাকা: শীর্ষস্থানীয় অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির সিনেমা নির্মাণ স্টুডিওর প্রধান রিক রস পদত্যাগ করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জন কার্টার’ সিনেমাটি সুপার ফ্লপ হওয়ার পর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি।
ইমেইলে রস তার পদত্যাগের কথা জানিয়ে বলেছেন, ‘আমি আর মনে করি না যে, চেয়ারম্যানের ভূমিকা আমার জন্য উপযুক্ত পেশা। ’
দীর্ঘ ১৫ বছর ধরে ডিজনিতে কাজ করছেন রস। ২০০৯ সালে তিনি প্রতিষ্ঠানটির সিনেমা নির্মাণ স্টুডিওর চেয়ারম্যান হন।
এর আগে তিনি জনপ্রিয় টিভি চ্যানেল ডিজনি চ্যানেলের প্রেসিডেন্ট ছিলেন।
সিনেমা বিভাগের দায়িত্বে থাকায় রস (৫০) বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ‘জন কার্টার’ সিনেমা নির্মাণের অনুমোদন দেন। এ সিনেমাটি বিখ্যাত কমিক বই টারজানের লেখক এডগার রাইস বারোস লিখিত একটি সিরিজের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়। সিনেমাটি নির্মাণে সর্বসাকূল্যে খরচ হয় ২৫ কোটি ডলার।
তবে মুক্তির পর সিনেমাটি মোটেও ব্যবসা করতে পারেনি। গত মাসে ডিজনি জানিয়েছে, তাদের আশঙ্কা প্রায় ২০ কোটি ডলার লোকসান গুণতে হবে।
স্টুডিও চেয়ারম্যান রস আকস্মিকভাবে পদত্যাগ করলেও তাৎক্ষণিকভাবে এ পদে কাউকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে না ওয়াল্ট ডিজনি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর