ঢাকা: সরকারের নীতিতে সংস্কার আনতে গিয়ে জোটের রাজনীতির নানামুখী চাপের মুখে তা ধীরগতির হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তিনি বলেছেন, ‘এটা অস্বীকার করা যাবে না যে, ভারতে কিছু সংস্কার ‘জোটের রাজনীতির চাপের’ কারণে ধীরগতির হয়ে গেছে।
ভারতে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ার গতি ২০১৪ সাল পর্যন্ত মন্থর থাকবে- সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসুর এমন বিতর্কিত মন্তব্যের একদিন পরেই অর্থমন্ত্রীর পক্ষ থেকে এ মন্তব্য এলো। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পিটারসেন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকসে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন প্রণব মুখার্জি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বার্ষিক বসন্তকালীন বৈঠকে যোগ দিতে প্রণব মুখার্জি এবং কৌশিক বসু এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকারে এখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ক্ষমতাসীন। এ দলটি জোটের অন্যান্য অংশীদার বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে হরহামেশাই নানা বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে।
জোটের সবচে বড় অংশীদার হওয়ায় মমতা সরকারের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করে থাকেন। আর একারণেই কংগ্রেসের সঙ্গে তার দ্বন্দ্ব বাধে তার।
ওয়াশিংটনভিত্তিক স্বনামধন্য থিঙ্কট্যাঙ্ক কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারনেশনাল পিসের এক বৈঠকে কৌশিক বসু বলেছেন, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিল অবশ্যই পার্লামেন্টে পাস হয়েই যায় কিন্তু অর্থনীতিতে বড় ধরনের কোনো সংস্কার রাস্তা অবরোধ পর্যন্ত গড়াবে এবং পরবর্তী সংসদ নির্বাচনের আগে পর্যন্ত এটার একটা বিহিত হওয়ার সম্ভাবনা খুব কম।
তিনি আরো বলেন, এমন কিছু সংস্কার আছে যেগুলো দ্রুত গতিতে করা দরকার। সেই সঙ্গে ভারতে বিভিন্ন খাতে ব্যাপক ভর্তুকি সমস্যাটি এবং দুর্বল অবকাঠামোর বিষয়টি সামনে আনা দরকার।
ভারতে সংস্কারে খুব শিগগির গতি আসবে না উল্লেখ করে কৌশিক বসু বলেন, ২০১৪ সালের পর আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সংস্কার দেখতে পাবেন। ২০১৫ সালের পর ভারত বিশ্বে দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হবে। আর নতুন সরকার সংখ্যা গরিষ্ঠতা পেলে রাজনৈতিক কারণেই সংস্কার প্রক্রিয়া দ্রুত করবে বলে মন্তব্য করেন তিনি।
তবে আর যাই হোক, কৌশিক বসুর এ মন্তব্য সরকারের সমালোচনার জন্য বিরোধীদের নতুন মওকা পাইয়ে দিল বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর