ঢাকা: সবাই জানে তিনি মরে গেছেন। তার দাফন-কাফনও হয়ে গেছে।
কিন্তু গত শুক্রবার হুট করে বাড়ি ফিরে এসে সবাইকে চমকে দিলেন তিনি। প্রায় এক সপ্তাহ আগে চোখের জলে ভাসিয়ে যাকে শেষ বিদায় দিয়েছে সবাই সেই মানুষ পায়ে হেঁটে পরিবারের কাছে ফিরে এলেন!
আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যের ইরুত্তি শহরের কাছে নাদুবানাদু গ্রামে।
আসল ঘটনা হলো- ৭২ বছর বয়সী মইদু সপ্তাহখানেক আগে হারিয়ে যান। তার পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। একদিন সংবাদপত্র মারফত জানতে পারল, কান্নুরের কাছে কেলাকামে একটি দোকানের পাশে একটি বেওয়ারিশ লাশ পড়ে আছে। মইদুর মতো দেখতে হওয়ায় পরিবারের লোকজন তাকেই আসল মইদু ভেবে বাড়ি এনে গ্রামের মসজিদের পাশে কবর দেয়। এটি গত সপ্তাহের ঘটনা।
আর শুক্রবার একেবারে জলজ্যান্ত মানুষ বাড়ি ফিরে এলো। আত্মীয়-স্বজনরা জানতে চাইল, তিনি কোথায় ছিলেন। মাইসুরের ব্যবসাটা বাঁচাতে না পেরে রাজ্যের নানা স্থানে পাগলের মতো ঘুরেছেন বলে জানান মইদু।
মৃত মইদু ফিরে আসায় তার বাড়িতে এখন উৎসুক মানুষের উপচে পড়া ভীড়। তবে পরিবারের লোকজনের কাণ্ডজ্ঞান দেখে মইদু যারপর নাই বিরক্ত। পত্রিকায় সেই বেওয়ারিশ লাশটি দেখে তিনি ক্ষুব্ধ, কারণ তার চোখে ওটির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই!
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর