ঢাকা: পশ্চিম ইউরোপীয় রাষ্ট্র নেদারল্যান্ডসে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
শনিবার নেদারল্যান্ডসের রাজধানী অ্যামসটারডামের পশ্চিমাঞ্চলীয় স্লোটারদিজ্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। সংঘর্ষে ট্রেন দুটি লাইনচ্যুত না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
একটি আন্ত:নগর ও লোকাল ট্রেনের মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সময় যাত্রীরা আসন থেকে ছিটকে একে অপরের সঙ্গে ধাক্কা খান। ট্রেনের দেয়ালের সঙ্গেও ধাক্কা খান অনেকে।
আহতদের অনেকেরই হাড় ভেঙ্গে গেছে। অনেকে মাথা ও ঘাড়েও আঘাত পান। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডাচ রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে ব্যস্ততম অংশে সংঘটিত এই দুর্ঘটনার কারণে রাজধানী অ্যামসটারডামের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল চলাচল বিঘ্নিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর