ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে রেডক্রস কর্মকর্তা অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, এপ্রিল ২২, ২০১২
ইয়েমেনে রেডক্রস কর্মকর্তা অপহৃত

ঢাকা: সহিংসতা বিক্ষুদ্ধ ইয়েমেনে আন্তর্জাতিক রেডক্রসের এক কমকর্তা অপহরণের শিকার হয়েছেন। অপহরণের শিকার হওয়া এই ব্যক্তি ফরাসি নাগরিক বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (আইসিআরসি)।

তবে তার নাম ও পরিচয়সহ বিস্তারিত আর কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে লোহিত উপসাগরীয় বন্দরনগরী হুদাইদা যাওয়ার পথে শনিবার একদল সশস্ত্র বন্দুকধারী তাকে অপহরণ করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে সন্দেহভাজন আল কায়েদা যোদ্ধাদের ভয়াবহ লড়াইয়ের মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটলো। দক্ষিণাঞ্চলীয় জিনজিবারে সংঘটিত এই লড়াইয়ে উভয়পক্ষে ১৯ ব্যক্তি নিহত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে অপহরণ প্রসঙ্গে সানা থেকে আন্তর্জাতিক রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছেন, অপহৃত ব্যক্তি উত্তরাঞ্চলীয় সাদা শহরে কর্মরত ছিলেন। শনিবার দিনের শেষভাগে হুদায়দা থেকে ৩০ কিলোমিটার দূরে তিনি  অপহরণের শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা দুই ইয়েমেনি গাড়ি চালককেও অপহরণ করা হয়। তবে তাদের অল্প সময় পরেই ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপহরণকারীদের সঙ্গে এখনও যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি।

ইয়েমেনে প্রায়ই বিদেশি নাগরিকরা অপহরণের শিকার হন। মূলত দরকষাকষির মাধ্যম হিসেবে অথবা কোন দাবি দাওয়া আদায়ে সুবিধালাভের জন্যই তাদের অপহরণ করা হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অপহৃতরা অক্ষত ও সুস্থ অবস্থায় মুক্তি পেয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।