ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন ড্রোনের অনুরূপ বিমান তৈরি করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, এপ্রিল ২২, ২০১২
মার্কিন ড্রোনের অনুরূপ বিমান তৈরি করছে ইরান

ঢাকা: জব্দ মার্কিন ড্রোনের (মনুষ্যবিহীন বিমান) অনুরূপ বিমান তৈরি করছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ সেনাপতি এ কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে পূর্ব ইরানের আকাশসীমা থেকে ভূপাতিত করা মার্কিন ড্রোনটির প্রযুক্তি উদ্ধার করে অনুরূপ গোয়েন্দা বিমান নির্মাণের কাজ শুরু করেছে ইরান।

ইরানের রেভল্যুশনারি গার্ডের আকাশসীমা বিভাগের প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহর বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা মেহর রোববার জানিয়েছে, বিশেষজ্ঞরা জব্দ বিমানটি থেকে তথ্য উপাত্তও উদ্ধার করছেন।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই ড্রোনের তথ্য ও প্রযুক্তি উদ্ধার এবং একে ব্যবহার করা ইরানের জন্য খুব কঠিন হবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা আহমাদ কারিমপুর জানান, মার্কিন ড্রোন RQ-170 Sentinel এর ব্যাপারে অনেক দেশ তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে। তবে তাদের মধ্যে মস্কো ও বেইজিং ড্রোনের তথ্য পেতে মরিয়া হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পূর্ব ইরানের আকাশসীমা থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। পরে মার্কিন কর্মকর্তারা তাদের একটি ড্রোন হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।