ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়েই দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে মস্কোর মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার অভিযোগে তলব করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক উপকরণ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের উচিত মার্কিন-ন্যাটো সৈন্য ও সরঞ্জাম প্রত্যাহার নিশ্চিতের পদক্ষেপ নেওয়া। একইসঙ্গে রাশিয়াবিরোধী কার্যক্রম বন্ধ করে দেওয়া।

এর আগে সোমবার অনেকটা গোপনে ইউক্রেন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে তিনি ইউক্রেনকে আরও ৫০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাশিয়া।

সূত্র- দ্য মস্কো টাইমস

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।