যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বুদাপেস্ট বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি দুই সপ্তাহের মধ্যে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। একইসঙ্গে শান্তির বিনিময়ে পূর্ব দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
তবে ট্রাম্পের অবস্থানে এখন নতুন মোড় এসেছে। রাশিয়ার আগ্রাসন বন্ধে চলমান প্রচেষ্টার মধ্যে গত সপ্তাহে তার সঙ্গে পুতিনের ফোনালাপ হয়। কিন্তু ক্রেমলিন সূত্রে জানা গেছে, মস্কো এখনও নিজেদের দাবিতে অনড় রয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের পুতিনের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেছেন, তিনি কোনো ফলহীন বৈঠক করতে চান না... দেখা যাক কী হয়।
সোমবার ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও নিশ্চিত করেছেন, বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ সম্মেলনটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার মধ্যে ‘ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে এবং এখন সরাসরি বৈঠকের প্রয়োজন দেখা যাচ্ছে না।
মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ট্রাম্প ও পুতিনের নতুন বৈঠকের জন্য কোনও সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে, গত আগস্টে আলাস্কায় দুই নেতার মধ্যে আলোচনা হয়েছিল, তবে ইউক্রেন ইস্যুতে কোনো অগ্রগতি অর্জিত হয়নি।
সূত্র: এএফপি, রয়টার্স।