ঢাকা: লাতিন আমেরিকায় অবস্থিত রাষ্ট্র কলম্বিয়ায় দুই টনেরও বেশি নিষিদ্ধ কোকেন উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মাদক উৎপাদন ও পাচারের কারণে কুখ্যাত লাতিন রাষ্ট্রটির দক্ষিণাঞ্চলে অবস্থিত নারিনো প্রদেশ থেকে এই বিপুল পরিমান মাদক আটক করা হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মাদক প্রস্তুত ও পরিশোধনে ব্যবহৃত একটি ল্যাবরেটরিতে অভিযান চালায় সেনাবাহিনী। ল্যাবরেটরিটি কলম্বিয়ার বিদ্রোহী ফার্ক গেরিলাদের নিয়ন্ত্রণে ছিলো বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে এর সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জঙ্গলের গভীরে অবস্থিত এই ল্যাবরেটরিতে কোকেন পরিশোধন এবং হেরোইন তৈরীর সব সুযোগ সুবিধা ছিলো বলে জানিয়েছে সেনাবাহিনী। এখান থেকে ২ হাজার ১২১ কেজি পরিশোধিত কোকেন সহ তিনটি মাইক্রোওয়েভ ওভেন, দুটি জেনারেটর ও কোকেন পরিশোধনে ব্যবহৃত অন্যান্য বিপুল পরিমান সরঞ্জাম আটক করা হয়।
নারিনো প্রদেশেই কলম্বিয়ার সবচেয়ে বেশি কোকা গাছ উৎপন্ন হয়। প্রদেশটি বিভিন্ন অপরাধী সংগঠন ও বিদ্রোহী ফার্ক গেরিলা গ্রুপের অভয়ারণ্য হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর