ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-আফগানিস্তান সহযোগিতা চুক্তি চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, এপ্রিল ২৩, ২০১২
যুক্তরাষ্ট্র-আফগানিস্তান সহযোগিতা চুক্তি চূড়ান্ত

ঢাকা: নতুন একটি কৌশলগত সহযোগিতা চুক্তির খসড়াতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান । উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে এই চুক্তির উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



চুক্তিটি স্বাক্ষরের আগে বিভিন্ন শর্ত নিয়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে মাসব্যাপী আলোচনা চলে। অবশেষে উভয়পক্ষ একমত হলে আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার চুক্তির একটি খসড়া স্বাক্ষরিত হয়।

বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে মার্কিন ভূমিকা কি হবে, চুক্তিতে মূলত সেটাই চূড়ান্ত করা হয় বলে জানায় সংবাদমাধ্যম। পূর্বের ঘোষণা অনুযায়ী ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা চলে যাওয়ার কথা। এর পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণভাবে বর্তাবে কাবুলের ওপর। এ পরিস্থিতিতে আফগান নিরাপত্তা বাহিনীর বিশাল খরচ জোগানোর জন্য যুক্তরাষ্ট্র্রের তরফে সুষ্পষ্ট অঙ্গীকার দাবি করে কারজাই সরকার।
 
স্বাক্ষরিত খসড়া চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। চুক্তিটিকে এখন উভয় দেশের প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে।
 
বিভিন্ন সূত্রে জানা গেছে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থের সংস্থান নিয়ে কারজাই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র্রের মতবিরোধ দেখা দেয়।

আফগান বাহিনীর ব্যয় নির্বাহে যুক্তরাষ্ট্রের কাছে দুই শত কোটি ডলার সাহায্য চায় আফগানিস্তান । গত সপ্তাহে হামিদ কারজাই এ ব্যাপারে লিখিত অঙ্গীকার দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান। তবে যুক্তরাষ্ট্র প্রথমে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি।  

অবশেষে দীর্ঘ আলোচনার চুক্তিটি স্বাক্ষরিত হয় আফগানিস্তানের রাজধানী কাবুল। চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন কাবুলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রঙ্গিন দাদফার সান্তা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।