ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার ইরানের তেল মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, এপ্রিল ২৩, ২০১২
সাইবার হামলার শিকার ইরানের তেল মন্ত্রণালয়

ঢাকা: মারাত্মক সাইবার হামলার শিকার হয়েছে ইরানের তেল মন্ত্রণালয়। এতে সাময়িক ভাবে তেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট কয়েকটি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে।



ইরানের মেহর নিউজ এজেন্সী সোমবার জানায়, তেল মন্ত্রণালয়ের পাশাপাশি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) ওয়েব সাইট রোববার থেকে হামলার শিকার হয়।
 
সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে ভাইরাস আক্রমন করেছে বলে ফার্স নিউজ এজেন্সিকে জানান ইরানের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র আলি রেজা নিকজাদ। তেল মন্ত্রণালয়ের সার্ভার থেকে তথ্য মুছে দেওয়াই এই ভাইরাসের উদ্দেশ্য ছিলো বলে জানান তিনি।

ভাইরাসটিকে ভাইপার হিসেবে উল্ল্যেখ করেন তিনি বলেন, হামলায় সার্ভার থেকে বেশকিছু তথ্য মুছে গেছে। তবে প্রয়োজনীয় তথ্যগুলোর কোন ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

ভাইরাস হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

ইরান ২০১০ সালেও একবার মারাত্মক সাইবার হামলার সম্মুখীন হয়। ‘স্টাক্সনেট’ নামে অভিহিত ভাইরাসটি সেসময় প্রায় ত্রিশ হাজার কম্পিউটারে আঘাত হানে। ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট কম্পিউটার ব্যবস্থা ধ্বংস করতেই ভাইরাসটিকে ছাড়া হয় বলে জানিয়েছিলো ইরানি কর্তৃপক্ষ।

অনেক বিশ্লেষকের ধারণা এই ভাইরাসগুলো ইসরায়েলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই তারা এই ভাইরাস হামলা চালায় বলে মনে করেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।