ঢাকা: দক্ষিণ সুদানের অভ্যন্তরে সুদানি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। অবিলম্বে সংঘাত বন্ধ করে পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসার জন্যও উভয়পক্ষের প্রতি আহবান জানান তিনি।
জাতিসংঘের মুখপাত্র এদুয়ার্দো ডেল বিউ এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের এই প্রতিক্রিয়ার কথা জানান। তিনি বলেন, দক্ষিণ সুদানের অভ্যন্তরে বোমা বর্ষণের নিন্দা জানিয়ে এ ধরনের আক্রমন বন্ধের জন্য মহাসচিব সুদানের প্রতি আহবান জানিয়েছেন।
দক্ষিণ সুদান ও সুদানের সমস্যা সামরিক উপায়ে সমাধান সম্ভব নয় বলেও এ সময় উল্ল্যেখ করেন তিনি।
দক্ষিণ সুদানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার সুদানি প্রেসিডেন্টের ঘোষণার পরপরই মহাসচিব বান কি মুন উভয় সুদানের প্রতি এই বার্তা দিলেন। এর আগে প্রতিপক্ষের সঙ্গে আলোচনার সব সম্ভবনাকে প্রত্যাখ্যান করেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। দক্ষিণ সুদানের শাসকদের সঙ্গে আর কোনো ধরণের আলোচনা সম্ভব নয় বলে ঘোষণা করেন তিনি।
এদিকে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে চীনা সমর্থন আদায়ের জন্য দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন।
তবে চীন সংঘাতে নিরপেক্ষ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। চীন সুদানের প্রধান মিত্র এবং সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। তবে একই সঙ্গে তারা তেল সমৃদ্ধ দক্ষিণ সুদানকেও নিজের হাতে রাখতে চায়।
সংবাদমাধ্যম জানিয়েছে ওমর আল বশির সোমবার পুর্নদখলকৃত হেগলিগ সফর করেন। সেখানে তিনি দক্ষিণ সুদানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।
উভয় দেশের বিতর্কিত এলাকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিৎ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার।
সোমবার সুদানি বিমান বাহিনী দক্ষিণ সুদানি সীমান্ত শহর বেনতিউতে বোমাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে জুবা কর্তৃপক্ষ। বেনতেউ দক্ষিণ সুদানের ইউনিটি প্রদেশের রাজধানী। হামলায় দুই জন নিহত ও তিনজন আহত হয় বলে জানায় তারা।
তবে সুদান হামলার অভিযোগ প্রত্যাখান করেছে। যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আলোচনা শুরুর আহবান জানিয়েছে উভয় পক্ষের প্রতি।
বাংলাদেশ সময়:১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর