ঢাকা : যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্বেও সিরিয়ায় বেসামরিক জনগণের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা অব্যাহত আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এরই ধারাবাহিকতায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা শহরে সেনাবাহিনীর হামলায় উল্লেখ্যযোগ্য সংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্দোলনকারীরা।
হামা নগরী সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রস্থল।
এদিকে বেসামরিক জনগণের ওপর অব্যাহত হামলার নিন্দা জানিয়েয়েছ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। কফি আনোনের মধ্যস্থতায় বহাল হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘণের অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে তারা।
জাতিসংঘ-আরবলীগ যৌথ দূত কফি আনান যুদ্ধবিরতি পরবর্তী সিরিয়ার সহিংসতা পরিস্থিতি বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামনে মঙ্গলবার উপস্থিত হবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
সিরীয় বাহিনী হামার উপকন্ঠে অবস্থিত আরবিনের বেসামরিক এলাকায় মেশিনগানের গুলি চালিয়ে ২৮ বেসামরিক ব্যক্তিকে হত্যা করে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউমান রাইটস।
হামায় সংঘটিত এই হত্যাকাণ্ড সিরিয়ার চলমান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি কফি আনানের উদ্যোগে একটি যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করতে সম্মত হয় সিরীয় কর্তৃপক্ষ।
গত বছর সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে এ পর্যন্ত নয় হাজার মানুষ নিহত হয়েছে বলে এক হিসেবে জানিয়েছে জাতিসংঘ।
সিরীয় সরকার সহিংসতার জন্য বিরোধীদের দায়ী করে বলেছে, সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫ শত জনেরও অধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর