ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শাভেজ প্রমাণ করলেন তিনি মরেননি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, এপ্রিল ২৪, ২০১২
শাভেজ প্রমাণ করলেন তিনি মরেননি

ঢাকা: মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। ক্যানসারের চিকিৎসা নিতে নয়দিন আগে কিউবা যাওয়ার পরপরই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

কিউবা অবস্থানকালীন সময়ে প্রচারণার আলো থেকে দূরে থাকেন শ্যাভেজ। মূলত এ সুযোগেই ডালপালা মেলে তার মৃত্যুর গুজব ।

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তৃতা দেওয়ার সময় তার মৃত্যুর খবর ছড়ানোর জন্য তিনি নিন্দুকদের তীব্র সমালোচনা করেন। তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই গুজব ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৫৭ বছর বয়সী শ্যাভেজ তার দ্বিতীয় দফার রেডিও থেরাপি নিতে বর্তমানে কিউবার রাজধানী হাভানায় অবস্থান করছেন। সেখান থেকেই রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন ।

হাভানা থেকে টেলিফোনে দেওয়া বক্তৃতায় নিজের মৃত্যুর গুজবকে তার বিরুদ্ধে চলমান মনস্তাত্বিক যুদ্ধের একটি অংশ হিসেবে উল্লেখ করেন শ্যাভেজ।

সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হন ভেনিজুয়েলার এই জনপ্রিয় বামপন্থি নেতা । তার ক্যানসার প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ক্যানসারের চিকিৎসার জন্য শ্যাভেজ তখন কিউবা উড়ে যান। সেখানেই গত ফেব্রুয়ারি মাসে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে প্রায় প্রতিমাসেই চিকিৎসার জন্য শ্যাভেজ হাভানা ও কারাকাসের মধ্যে যাতায়াত করছেন।

ক্যানসারের  চিকিৎসা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বলে টেলিভিশন বক্তৃতায় জানান শ্যাভেজ। তবে এখন তার পরিপূর্ণ বিশ্রাম দরকার বলে জানান তিনি। কিন্তু চিকিৎসাধীন থাকলেও অর্পিত রাষ্ট্রীয় দায়িত্বভার সম্পর্কে বাধ্যবাধকতা অনুভব করছেন বলেও এসময় উল্লেখ করেন শ্যাভেজ।

আগামী ২৬ এপ্রিল তিনি কারাকাসে ফেরত আসবেন। তবে অধিকতর চিকিৎসার জন্য তিন দিন পরই আবারও কিউবা ফেরত যাবেন বলে জানান তিনি।

১৪ এপ্রিল হাভানায় যাওয়ার পর থেকেই নীরব ছিলেন শ্যাভেজ। স্বভাবসুলভ প্রচারণার আলোতে থাকা শ্যাভেজের এই নীরবতা তার মৃত্যুর গুজবকে আরো উস্কে দেয়। স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রতিবেশী কলম্বিয়ায় অনুষ্ঠিত আমেরিকা সম্মেলনেও যোগ দিতে পারেননি তিনি।

শ্যাভেজ জনসম্মুখে সর্বশেষ গত ১৪ এপ্রিল এসেছিলেন। কারাকাসে অবস্থিত তার প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দা থেকে জনগণের উদ্দেশ্যে সরাসরি বক্তৃতা দেন তিনি এ সময়। ১৯৯৯ সাল থেকে ভেনিজুয়েলার ক্ষমতায় আছেন হুগো শ্যাভেজ। স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও তিনি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।