ঢাকা: অথনৈতিক মন্দা আরো ঘনীভূত হলেও গত বছর ব্রিটেনের ধনীরা আরো ধনী হয়েছে। অনেক বিলিয়নেয়ার এবং মধ্যমমানের উদ্যোক্তাদের সম্পদ কমেনি বরং বেড়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য দিক হল- ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল (৬১) এক হাজার ২শ’ ৭০ কোটি পাউন্ড মূল্যমানের সম্পদ নিয়ে টানা অষ্টমবারের মতো এবারো শীর্ষস্থান ধরে রেখেছেন।
ব্রিটেনের সানডে টাইমস রোববার ধনীদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় এসব তথ্য পাওয়া গেছে। পত্রিকাটি দেখিয়েছে, তালিকাভূক্ত শীর্ষ এক হাজার ধনীর মোট সম্পদ ৪১ হাজার ৪শ’ ২৬ কোটি পাউন্ড। অর্থ্যাৎ যা গতবারে তালিকাভূক্ত মোট এক হাজার ধনীর সম্পদের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। গতবার মোট সম্পদের অর্থমূল্য ছিল ৪১ হাজার ২শ’ ৮৫ কোটি পাউন্ড।
এ উপাত্তের অর্থ হলো- ইউরোপে অর্থনৈতিক মন্দা শুরুর আগ মূহূর্তে ২০০৮ সালে মোট সম্পদের যে হিসাব পাওয়া গিয়েছিল ২০১১ সালে তা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। অথচ ব্রিটেনে মন্দার প্রভাব এখনো কাটেনি বরং আবারো বড় ধরনের মন্দায় পড়তে যাচ্ছে। বেকারত্ব এবং সরকারের ব্যয়সঙ্কোচন- এসব সমস্যা এখনো রয়েছে এবং আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এবারের তালিকায় বিলিয়নেয়ার রয়েছে ৭৭ জন। এটিও একটি রেকর্ড।
গত বছর লক্ষ্মী মিত্তালের প্রধান ব্যবসা ইস্পাত কোম্পানি আরসেলোরমিত্তালের শেয়ার মূল্য পড়ে যাওয়ায় তার সম্পদের অর্থমূল্য ২৭ শতাংশ কমে ১ হাজার ২শ’ ৭০ কোটি পাউন্ডে নেমে যায়। এরপরও ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা আট বছর ব্রিটেনে শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন মিত্তাল।
ধাতু শিল্পের অপর ব্যবসায়ী ফুটবল ক্লাব আরসেনালের অংশীদার আলিশার উসমানোভ এক হাজার ২শ’ ৩০ কোটি পাউন্ড অর্থমূল্যের সম্পত্তি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অপর দিকে চেলসি ক্লাবের মালিক এবং তেল ব্যবসায়ী রোমান আব্রামোভিচ তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের অর্থমূল্য ৯শ’ ৫০ কোটি পাউন্ড যদিও গত বছর তার ৮০ কোটি মূল্যমানের সম্পদ কমে গেছে।
এদিকে তালিকায় স্থান পাওয়া নারীদের মধ্যে শীর্ষ ধনী হিসেবে নাম এসেছে সাবেক মিস ইউকে ক্রিস্টি বারটারেলির। স্বামী আরেক বিলিয়নেয়ার আরনেস্তোসহ তাদের মোট সম্পদ ৭শ’ ৪০ কোটি পাউন্ড।
অবাক করা ব্যাপার হলো- তালিকায় আরো নিচে স্থান পাওয়া কয়েক জন ব্রিটিশ উদ্যোক্তাদের সম্পদ চলমান মন্দার মধ্যেও বেড়েছে।
সম্পদ বেড়েছে এমন ধনীদের মধ্যে ব্রিটেনের খ্যাতিমান শিল্পী ও কুশলীদের সম্পদের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন জনপ্রিয় শিশুতোষ সাহিত্যিক ‘হ্যারি পটারের’ স্রষ্টা জে কে রাউলিং। গত বছর তার সম্পদের মূল্যমান ৩ কোটি বেড়ে হয়েছে ৫৬ কোটি পাউন্ড। তালিকায় তার স্থান ১৪৮তম।
অপরদিকে ৩৯৫তম স্থানে রয়েছে ফুটবল তারকা বেকহ্যাম দম্পতি। তাদের সম্পদের পরিমাণ ১৯ কোটি পাউন্ড।
ইউরোজোনের মন্দায় গ্রিস, ইতালি, স্পেনের অর্থনীতির নাকাল অবস্থা। ব্রিটেনেও বেকারত্বের হার ভয়াবহ। তা সত্ত্বেও এদেশে ধনীরা আরো ধনী হচ্ছে। সানডে টাইমসের জরিপে সে তথ্যই উঠে এসেছে।
২০১১ সালের শেষ প্রান্তিক এবং ২০১২ সালের প্রথম প্রান্তিকে ব্রিটেনের অর্থনীতি সঙ্কুচিত হওয়ায় দেশটিতে মন্দা আরো ঘনীভূত হয়েছে বলে সরকারিভাবে মেনে নেওয়া হয়েছে।
সঙ্কট উত্তরণে গত মাসের বাজেটে সরকার ধনীদের আয়কর কমানোর কারণে জনগণের মধ্যে অস্তোষ তৈরি হয়েছে।
সরকার ব্যাপকভাবে ব্যয় সঙ্কোচন করেছে। প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার ভয় থাকা সত্ত্বেও গত সপ্তাহে ব্রিটেনের কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ নীতিকে সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, দ্য সানডে টাইমস ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকা প্রস্তুত করতে গিয়ে শুধু দৃশ্যমান সম্পত্তি যেমন- ভূমি, স্থাবর সম্পত্তি এবং কোনো কোম্পনিতে শেয়ারের অর্থমূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে ধরা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর