ঢাকা: পাকিস্তানের লাহোর নগরীর একটি রেল স্টেশনে বোমা বিষ্ফোরিত হয়েছে। মঙ্গলবার দিনের শেষভাগে সংঘটিত এই বিস্ফোরণে এখন পর্যন্ত ২ জন নিহত এবং অপর ২৭ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করা গেছে।
লাহোর রেলওয়ে স্টেশনের এক ও দুই নম্বর প্লাটফর্মের মধ্যবর্তী স্থানে বিস্ফোরণটি ঘটে বলে জানায় লাহোরের স্থানীয় পুলিশ। বোমার কারণেই বিস্ফোরণটি সংঘটিত হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন লাহোর পুলিশের শীর্ষ কর্মকর্তা আব্দুল রাজ্জাক চিমা।
গুরুতর আহত ২৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান উদ্ধারকারী কর্মকর্তা কিরামত আলি। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং অপর জন কুলি বলে জানায় পুলিশ। বিস্ফোরণে ৫ থেকে ৬ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়। বোমাটিকে আগে থেকেই ঘটনাস্থলে লুকিয়ে রাখা হয় বলে জানান লাহোর পুলিশের কর্মকর্তা আসলাম তারিন।
বিস্ফোরণের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা বিস্ফোরণ স্থলটি ঘিরে রেখেছে।
বাংলাদেশ সময়:২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর