ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, এপ্রিল ২৫, ২০১২
পাকিস্তানের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

ঢাকা : পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, বুধবার হাতফ-৪ বা শাহীন-১এ নামের মধ্যম পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।



পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণান্ত্রটি মূলত শাহীন-১ এর উন্নত সংস্করণ। আগের চেয়ে আরো দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্রের নাম বলা হচ্ছে শাহীন-১এ।


শাহীন-১ এক হাজার কিলোগ্রাম ভর বহনে সক্ষম এবং এর পাল্লা ৭শ’ ৫০ কিলোমিটার। তবে শাহীন-১এ ক্ষেণাস্ত্রের সঠিক পাল্লা জানানো হয়নি।

শাহীন-১এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণে লক্ষ্যবস্তু ছিল ভারত মহাসাগরে।

আইএসপিআর আরো জানিয়েছে, উৎক্ষেপণ সফল হওয়ায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তান পরমাণু অস্ত্রবাহী মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো তার প্রতিবেশী ও চির প্রতিদ্বন্দ্বী ভারতের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাত্র কয়েক দিন পরেই।

অগ্নি-৫  নামের ভারতের ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫ হাজার কিলোমিটার। আমেরিকা ছাড়া চীনের বেইজিংসহ অন্য যেকোনো মহাদেশে হামলা চালাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র।

ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক মহল অনেক সমালোচনা করেছে। অনেকে বলেছে, এতে করে এশিয়াতে অস্ত্র প্রতিযোগিতা উৎসাহিত হবে। এর মধ্যে পাকিস্তান পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর দেশ দু’টি তিনটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।