ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জরুরি অবতরণ করল ভারতীয় প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, মার্চ ১৩, ২০২৩
পাকিস্তানে জরুরি অবতরণ করল ভারতীয় প্লেন প্লেনটি

পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের যাত্রীবাহী একটি প্লেন। প্লেনের একজন যাত্রীর স্বাস্থ্যগত কারণে বিমানটি করাচিতে অবতরণ করে বলে জানা গেছে।

সোমবার (১৩ মার্চ) এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস

খবরে বলা হয়েছে, প্লেনটি ভারতের দিল্লি থেকে কাতারের রাজধানী দোহায় যাচ্ছিল। মাঝ আকাশে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে প্লেনের ক্রু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে মানবিক কারণে বিমানের জরুরি অবতরণের আবেদন জানায়। আবেদন মঞ্জুর হলে সেটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে অবতরণ করে।

যে যাত্রী অসুস্থ হয়ে পড়েন তিনি নাইজেরিয়ার নাগরিক আব্দুল্লাহি।  প্লেন অবতরণের পর চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, উড্ডয়নকালেই (আকাশে) তার মৃত্যু হয়েছে। কিন্তু সঠিক কী ধরনের অসুস্থতায় ওই যাত্রীর মৃত্যু হয়েছে খবরে তা জানানো হয়নি।

সবশেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর প্লেনটি পুনরায় দোহায় রওনা দেয়।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।