ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপান সাগরে অ্যান্টি-শিপ মিসাইল ছুড়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
জাপান সাগরে অ্যান্টি-শিপ মিসাইল ছুড়েছে রাশিয়া

জাপান সাগরে একটি নকল লক্ষ্যবস্তুতে জাহাজ-বিধ্বংসী সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) এ পরীক্ষা চালায় দেশটির নৌবাহিনী।

নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো জাপান সাগরে একটি নকল সামুদ্রিক লক্ষ্যবস্তুতে মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

নকল লক্ষ্যবস্তুটি ৬২ দশমিক ১৪ মাইল (১০০ কিলোমিটার) দূরে ছিল। দুটি মস্কিট ক্রুজ মিসাইল দিয়ে এটিতে সরাসরি আঘাত করা হয়। এ পরীক্ষায় আমরা সফল হয়েছি।

পি-২৭০ মস্কিট হলো সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে।

রাশিয়ার সুপারসনিক নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষতি বা হতাহত নেই বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তিনি বলেছেন, মস্কোর এ ধরনের অভিযান সম্পর্কে টোকিং যথেষ্ট সজাগ থাকবে।

এক সংবাদ সম্মেলনে হায়াশি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এরমধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। রাশিয়া ও বেলারুশকে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।