ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মন্ত্রিপরিষদে রদবদল আনছে মিসরের সেনাশাসক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, এপ্রিল ৩০, ২০১২
মন্ত্রিপরিষদে রদবদল আনছে মিসরের সেনাশাসক

ঢাকা : প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস করার প্রতিশ্রুতি দিয়েছে মিসরের সেনা কাউন্সিল। জনগণের অব্যাহত দাবি সত্ত্বেও সরকারের পদত্যাগের ব্যাপারে কাউন্সিল প্যানেলের ব্যর্থতার প্রতিবাদে মুসলিম ব্রাদারহুডের সাংসদরা সংসদ অধিবেশষন স্থগিত করার কয়েক ঘন্টার মধ্যে রোববার কাউন্সিল এ ঘোষণা দেয়।



সংসদের স্পিকার এবং মুসলিম বাদারহুডের সদস্য সাদ আল-কাতাতনি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস্ত করার বিষয়ে ক্ষমতাসীন জেনারেলদের কাছ থেকে একটি সিদ্ধান্তের কথা তিনি জেনেছেন।

তিন মাস আগে অনুষ্ঠিত নিম্নকক্ষ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে মুসলিম ব্রাদারহুড। এর পর থেকেই তারা সেনা সমর্থিত মন্ত্রিসভা বিলুপ্ত করে নতুন করে মন্ত্রিপরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে।

নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা রাখে মিসরের ক্ষমতাসীন জেনারেলরা। তারা ব্রাদারহুডের দাবি প্রত্যাখ্যান করেছে এবং তাদের দেশ শাসন করতে দেবে না একাধিকবার এমন ইঙ্গিতও দিয়েছে।    

দাবি প্রত্যাখ্যানের কারণেই একাধিকবার অধিবেশন মুলতবি করেছে ব্রাদারহুড।

রোববারও একই কারণে ৬ মে পর্যন্ত অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়েছে। ঘোষণার আগে স্পিকার আল কাতাতনি বলেন, ‘জনগণের মুখপাত্র হিসেবে চেম্বার ও তার সদস্যদের মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব। অবশ্যই এ পরিস্থিতির উত্তরণ দরকার। ’

এসময় তিনি বর্তমান মন্ত্রিপরিষদ ও ক্ষমতাসীন জেনারেলদের বিরুদ্ধে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।