ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশে দু’টি যোগাযোগ উপগ্রহ পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, এপ্রিল ৩০, ২০১২
মহাকাশে দু’টি যোগাযোগ উপগ্রহ পাঠাল চীন

ঢাকা : রাষ্ট্রায়ত্ব বেইদু গ্লোবাল নেভিগেশন অ্যান্ড পজিশনিং নেটওয়ার্কের জন্য দু’টি যোগাযোগ (নেভিগেশন) উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে চীন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া সোমবার এ খবর জানিয়েছে।



উৎক্ষেপণ কেন্দ্রের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, বেইদু-২ নামে কৃত্রিম উপগ্রহ দু’টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে অবস্থিত সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সোমবার ভোরে উৎক্ষেপণ করা হয়। লং মার্চ- ৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষিপ্ত উপগ্রহ দু’টিকে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করা গেছে।

এই প্রথমবারের মতো চীন দু’টি যোগাযোগ উপগ্রহ একটি রকেটে করে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১২তম এবং ১৩তম যোগাযোগ উপগ্রহ এ দু’টি।

বার্তাসংস্থার সূত্রে জানা গেছে, এ দু’টি উপগ্রহ চীনের বেইদু তথা দিক নির্ণয় ও সমুদ্রে জাহাজ পরিচালনা (নেভিগেশন) ব্যবস্থার সঠিকতা নিশ্চিত করবে। আর নিজেদের বৈশ্বিক যোগযোগকে আরো শক্তিশালী করতেই চীনের এ উদ্যোগ।

বেইদু’র নেভিগেশন এবং অবস্থান নির্ণয় ব্যবস্থা (গ্লোবাল পজিশনিং সিস্টেম) শক্তিশালী করতে চীন চলতি বছরেই আরও তিনটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে সিনহুয়া। আর বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় পূর্ণতা আনতে ২০২০ সালের মধ্যে আরও ২০টি উপগ্রহ পাঠাবে চীন।

বেইদু নেভিগেশন নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে চীন তার নিজের এবং প্রতিবেশী দেশগুলোকে যোগাযোগ সুবিধা দিচ্ছে। আর ২০২০ সালের মধ্যে ২০টি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা সফল হলে নেভিগেশন ও পজিশনিং ব্যবস্থায় চীন যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস),  রাশিয়ার গ্লোনাস এবং ইউরোপের গ্যালিলিও’র সমকক্ষ হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।