ঢাকা: গৃহবন্দীত্ব থেকে পালানো চীনা ভিন্ন মতাবলম্বী চেন গুয়ানচেঙের ব্যাপারে এখনও নীরব রয়েছে যুক্তরাষ্ট্র। চীনা কর্তৃপক্ষের তীব্র সমালোচক এই অন্ধ মানবাধিকারকর্মী সম্প্রতি গৃহবন্দীত্ব থেকে পালিয়ে যান।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটালে চীন আরো শক্তিশালী হয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
এদিকে এই ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি এর ফলে চীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের আসন্ন সফর শঙ্কার মধ্যে পড়তে পারে। আগামী বুধবার হিলারির চীন পৌঁছানোর কথা।
দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর গত ২১ এপ্রিল কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গৃহবন্দীত্ব থেকে পালাতে সক্ষম হন চেন। তার পালানোর পরপরই যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক মানবাধিকার গ্রুপ চায়না এইডের মুখপাত্র বব ফু সোমবার জানান, চেনের নিরাপদ আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা এখন দর কষাকষি করছেন। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
উভয় পক্ষই এই ইস্যু সমাধান করতে আগ্রহী বলে জানান তিনি। বেইজিং কমিউনিস্ট পার্টি একাডেমির সাবেক শিক্ষক ফু চীনের খ্রিস্টান সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করেন। সমগ্র চীন ব্যাপী ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তিনি একটি নেটওয়ার্ক বজায় রাখেন বলে ধারণা করা হয়।
সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক ওবামার শীর্ষ উপদেষ্টা জন ব্রেনানও যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেন, মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতার প্রতি অনুগত থাকার পাশাপাশি উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে একটি সমাধানে পৌঁছানোর ওপর জোর দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এ প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল এক অনির্ধারিত সফরে রোববার চীনে পৌঁছেছেন। তবে সফরের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্নের জবাবে কিছুই বলেন নি তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও চীনের প্রতি এই ইস্যুতে সর্বোচ্চ সহনশীলতা দেখানোর আহবান জানিয়েছে।
চীনের অন্ধ মানবাধিকার আইনজীবি চেন দীর্ঘদিন ধরে চীনা কর্তৃপক্ষের গৃহীত এক সন্তান নীতি এবং জোরপূর্বক গর্ভপাত নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। এজন্য তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ০১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর