ঢাকা : খুব শিগগির আফগান যুদ্ধ শেষ করে সেখানে নতুন যুগের সূচনা করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে মঙ্গলবার দিবাগত রাতে এক টেলিভিশন বার্তায় ওবামা এ ঘোষণা দিয়ে বলেন, ‘এটা হলো এমন এক ভবিষ্যৎ যেখানে যুদ্ধের শেষ আর নতুন অধ্যায়ের সূচনা।
এদিন আফগানিস্তানে অনির্ধারিত এবং ঝটিকা সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ওবামা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আফগান-মার্কিন ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে একটি কৌশলগত সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছেন। মূলত ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে সম্পর্কের প্রকৃতি নির্ধারণেই এই চুক্তি।
সম্প্রতি ওবামা-কারজাই সম্পর্কের অবনতি হয়েছে। আর এ পরিস্থিতিতে ওবামা এ অঘোষিত সফরে এসে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন।
গত কয়েক মাসে আফগানিস্তানে মার্কিনিরা নজিরবিহীনভাবে হামলার শিকার হওয়া এবং তালেবান যোদ্ধাদের সঙ্গে ১৬ বেসামরিক আফগানকে হত্যার অভিযোগে অভিযুক্ত আমেরিকান সার্জেন্ট এবং মার্কিন সেনাদের তোলা বিতর্কিত ছবি প্রকাশ পাওয়ার পর মার্কিন-আফগান সম্পর্কের অবনতি হয়। যুক্তরাষ্ট্র অবশ্য পরে এর জন্য দুঃখ প্রকাশ করেছে।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার এক বছর পর আফগানিস্তানে ৬ ঘণ্টার এক ঝটিকা সফর শেষে ওবামা টেলিভিশন বার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশে বলেছেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের কালো মেঘের নিচ দিয়ে চলেছি। আফগানিস্তানে এখনো উষাপূর্ব আবছা অন্ধকর রয়েছে। তবে দিগন্তে আমরা নতুন দিনের আলোর রেখা দেখতে পাচ্ছি। ’
আফগানিস্তানে মার্কিন সেনারা সফল দাবি করে ওবামা সেনাদের দক্ষতার প্রশংসা করেছেন। এ সময় তিনি বলেন, ‘এখন আফগানরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত। ’
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের এ চুক্তিকে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ০২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর