ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় তিন সাংসদসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মে ২, ২০১২
সোমালিয়ায় আত্মঘাতী হামলায় তিন সাংসদসহ নিহত ৬

ঢাকা : সোমালিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় তিন জন সংসদ সদস্যসহ কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। স্থানীয় একটি হোটেল লক্ষ্য করে এ হামলা হয়।

ওই হোটেলে সরকার ও সেনা কর্মকর্তাদের বৈঠক চলছিল।

মধ্য সোমালিয়ার দুসা মারিব শহরে গত মঙ্গলবার এ হামলা হয়। শহরের কর্তৃপক্ষ হতাহতের খবর নিশ্চিত করেছে।

ওই অঞ্চলটি নিয়ন্ত্রণকারী মিলিশিয়া গ্রুপ আহলু সুন্নাহ ওয়াল জামায়ার সিনিয়র কমান্ডার মোহামেদ আবদুল্লাহি মোয়ালিম জানিয়েছেন,  বোমা হামলায় কয়েক জন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে বহু লোক।

সংসদ সদস্য দাহির আমিন জেসু জানান, আহতদের মধ্যে অনেক সংসদ সদস্য এবং সেনা কর্মকর্তা রয়েছেন। এদের কারও কারও অবস্থা গুরুতর।

জানা যায়, হামলার শিকার সরকারি কর্মকর্তারা সোমালিয়ার ওই অঞ্চলে স্থানীয় সরকার গঠনে সহায়তার জন্য এসেছিলেন।

সরকার বিরোধী সশস্ত্র সংগঠন আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এছাড়া মঙ্গলবার রাজধানী মোগাদিসুতে সংঘটিত গাড়িবোমা হামলার দায়ও স্বীকার করেছে তারা। এ হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে।

আল শাবাবের দাবি, নিহত ব্যক্তি সরকারের পক্ষে কাজ কররিছলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ০২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।