ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে হামলার লক্ষ্য এটিএম বুথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মে ২, ২০১২
পাকিস্তানের সিন্ধু প্রদেশে হামলার লক্ষ্য এটিএম বুথ

ঢাকা : পাকিস্তানের সিন্ধু প্রদেশের অধিকাংশ শহরে সরকারি মালিকানাধীন ব্যাংকের এটিএম বুথগুলোতে বুধবার সকালে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহুলোক আহত হয়েছে।

তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, এ ঘটনায় ব্যাংকের চাকরিজীবী, এটিএম পরিসেবা গ্রাহক এবং শহরবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী প্রদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

দৈনিকটি জানায়, হায়দারাবাদ শহরে চারটি এটিএম বুথ লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে আশপাশের ভবনগুলোর দরজা, জানালাসহ বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই শহরের ফাতিমা জিন্নাহ রোড শাখার এটিএম বুথের কাছাকাছি স্থানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সিন্ধু লিবারেশন আর্মির (এসডিএলএ) প্রচারপত্র খুঁজে পেয়েছে পুলিশ।

২০১১ সালের নভেম্বরে সিন্ধু প্রদেশের রেল লাইনগুলোতে বোমা হামলার পর বিস্ফোরণস্থলে একই ধরনের প্রচারপত্র খুঁজে পেয়েছিল পুলিশ।

এছাড়া, নওয়াবশাহ, লারকানা, দারু, ঘোটকি এবং মোরো শহরেও একই ধরনের হামলা হয়েছে। অবশ্য কোনো শহরে থেকেই নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে ঘোটকির নিকটস্থ রেল লাইনে আরেকটি বোমা বিস্ফোরণের ফলে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত করাচি ইলেকট্রিক সাপ্লাই করপোরেশনের (কেইএসসি) কাছে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।