ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান ব্লিনকেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
মার্কিন সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান ব্লিনকেনের

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সাংবাদিককে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ আহ্বান জানান।

এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি।

মুখপাত্র বেদান্ত প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, ‘এক মার্কিন সাংবাদিককে রাশিয়ার অপ্রত্যাশিতভাবে আটক করার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ব্লিনকেন। মন্ত্রী তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ’

ওই বিবৃতিতে তিনি আরও বলেন, আটক মার্কিন নাগরিক পল হুইলানকেও মুক্তি দেওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, তাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ইভান গারশকোভিচকে গত সপ্তাহের বুধবার রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।