ঢাকা : মিসরের রাজধানী কায়রোতে সামরিক শাসনবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি বহুসংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
নিরাপত্তা কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর বুধবার ভোরের দিকে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়।
বিক্ষোভকারীরা গত ৫ দিন ধরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে তাবু খাটিয়ে এবং ক্যাম্প স্থাপন করে অবস্থান করছিলো।
হামলায় ৯ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাকারী ব্যক্তিরা পাথর, মুগুর এবং হাতবোমা নিয়ে প্রতিবাদকারীদের অবস্থানে ঝাঁপিয়ে পড়ে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের নিকটবর্তী আব্বাসিয়া সাবওয়ে স্টেশনের পাশে এই হামলা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সেখানে অবস্থানকারী বিক্ষোভকারীরা বেশিরভাগই রক্ষণশীল ইসলামপন্থি প্রেসিডেন্ট পদপ্রার্থী হাজেম আবু ইসমাইলের সমর্থক। সম্প্রতি তার প্রার্থীতা বাতিল করা হয়। তার মা যুক্তরাষ্ট্র ও মিসরের দ্বৈত নাগরিক, প্রার্থীতা বাতিলের কারণ হিসেবে এই অজুহাত দেখায় মিসরের বর্তমান ক্ষমতাসীন সামরিক পরিষদ। মূলত এর প্রতিবাদেই তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে আসছিলো।
বাংলাদেশ সময়:১৭৩০ ঘণ্টা, মে ০২, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর