ঢাকা : চীনের ভিন্ন মতাবলম্বী মানবাধিকার কর্মী চেন গুয়াংচেং বেইজিংয়ে মার্কিন দূতাবাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। দৃষ্টিপ্রতিবন্ধী চেন গৃহবন্দিত্ব থেকে পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছিল।
তবে নাম প্রকাশ না করার শর্তে বুধবার এ তথ্য দেওয়া ওই কর্মকর্তা চেনের বর্তমান অবস্থা বা তার অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।
এদিকে সিনহুয়া বার্তাসংস্থার বরাতে জানা গেছে, চেনকে আশ্রয় দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র চীনের কাছে ক্ষমা চেয়েছে বলে দাবি করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েমিন জানিয়েছেন, এপ্রিলের শেষের দিকে চেন বেইজিংয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন এবং ছয় দিন অবস্থানের পর তিনি স্বেচ্ছায় দূতাবাস ত্যাগ করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাষ্ট্রীয় সফরে চীন আসার পর এই বিতর্কিত বিষয়টির এক প্রকার নিষ্পত্তি হল। তবে যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষই চেনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না।
উল্লেখ্য, মানবাধিকার আইনজীবী চেন ‘এক সন্তান নীতি’র আওতায় জোরপূর্বক গর্ভপাত এবং বন্ধ্যাত্বকরণ কর্মসূচির বিরোধিতা করায় এবং এর বিরুদ্ধে প্রচারণা চালানোর কারণে চীন সরকারের বিরাগভাজন হন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ০২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর