নিউইয়র্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরকালে বিচার বহির্ভূত হত্যা, গুমবন্ধসহ দেশের সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করণে সরকারকে চাপ প্রয়োগের জন্য তার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অ্যামেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিকস ককাস।
বিরোধী রাজনীতিতে নির্যাতন, রাজনীতির কারণে আটকাদেশ বন্ধের জন্য আলোচনা করতেও তার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার ককাসের পক্ষ থেকে সংগঠনটির চেয়ারপার্সন বাংলাদেশী অ্যামেরিকান আইনজীবী মঈন চৌধুরীর স্বাক্ষরে এক লিখিত অনুরোধে এ কথা জানানো হয়।
তারেক রহমানের বিরুদ্ধে নিহত রাজনৈতিক মামলা প্রত্যাহার, বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য, ড. ইউনুসের সঙ্গে সরকারের দণ্ডের অবসান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নাগরিকদের বৈধ বিনিয়োগের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্যও হিলারির প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর