ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আউটসোর্সিং চাকরি ভারতকে দিয়েছেন রমনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, মে ৩, ২০১২
যুক্তরাষ্ট্রের আউটসোর্সিং চাকরি ভারতকে দিয়েছেন রমনি

ঢাকা: ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর থাকাকালে মিট রমনি আউটসোর্সিং চাকরিগুলো ভারতকে দিয়ে দিয়েছেন- প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণায় এমন দাবি করা হয়েছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ভার্জিনিয়া, ওহাইও এবং আইওয়া অঙ্গরাজ্যে ওবামার পক্ষে প্রচারণার বিজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, ‘রমনি সম্পর্কে কী জানতে চান? একজন করপোরেট কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে রমনি আমেরিকান চাকরিগুলো মেক্সিকো এবং চীনে স্থানান্তরিত করেন।

আর একজন গভর্নর হিসেবে তিনি এসব চাকরির ক্ষেত্রগুলো ভারতের একটি কলসেন্টারে আউটসোর্সড করে দিয়েছেন। চাকরির সুযোগ বিদেশে পাচারের কাজ তিনি এখনো করে যাচ্ছেন। ’

প্রচারণা বিজ্ঞাপনে আরো বলা হয়,  সুইসব্যাংকে যার অ্যাকাউন্ট আছে এমন একজন ব্যক্তির কাছ থেকে এছাড়া আর কি-ই বা আশা করা যায়।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি বিরোধী রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন। আর এই মুহূর্তে তাকে লক্ষ্য করে এমন আক্রমণাত্মক প্রচারণায় প্রেসিডেন্ট ওবামাও সায় দিয়েছেন বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, ওবামা এবার নির্বাচনী প্রচারণার পেছনে ৭ লাখ ৮০ হাজার ডলার খরচ করবেন। অবশ্য রমনি তার চেয়ে অনেক বেশি অর্থ খরচ করছেন।

উল্লেখ্য, ভারতের আইটি সফটওয়্যার এবং পরিসেবা কোম্পানিগুলো তাদের মোট আয়ের ৬০ শতাংশই পায় যুক্তরাষ্ট্রের বাজার থেকে। এর প্রধান উৎস হলো আউটসোর্সিং। মার্কিন কোম্পানিগুলো খরচ কমাতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের শাখা বা সহায়ক কার্যালয় খুলেছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।