ঢাকা: পৃথিবীর ধ্বংস হতে আর বেশি দেরি নেই, এমনই বিশ্বাস করেন পৃথিবীর বাসিন্দাদের প্রতি সাতজনে একজন। আবার ধ্বংসের এই মহাপ্রলয় চলতি ২০১২ তেই সংঘটিত হবে এমন বিশ্বাস করেন প্রতি দশ জনে একজন।
সম্প্রতি পরিচালিত এক জরিপে এই তথ্য বেরিয়ে আসে। বিশ্বের নানাপ্রান্তের বিভিন্ন বয়স, শ্রেনী ও পেশার মানুষের মধ্যে পরিচালিত এই জরিপে অংশ নেওয়া ১৫ শতাংশ মানুষ মনে করেন পৃথিবী তাদের জীবদ্দশাতেই ধ্বংস হয়ে যাবে।
এর মধ্যে আবার দশ শতাংশই মনে করেন প্রাচীন মায়ান ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২১ ডিসেম্বরই পৃথিবীর শেষ দিন হতে যাচ্ছে। প্রায় ৫ হাজার ১২৫ বছর অতিক্রম করা প্রাচীন মায়া সভ্যতার ক্যালেন্ডার অনুযায়ী ২১ ডিসেম্বর তারিখেই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা।
জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসস গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের গবেষণা ব্যবস্থাপক কেরেন গটফ্রেড রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘খোদায়ী কুদরতই হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয় অথবা রাজনৈতিক দ্বন্দ্ব যে কারণই হোক না কেন পৃথিবীর প্রতি সাতজনের একজনই বিশ্বাস করে পৃথিবীর সমাপ্তি ঘনিয়ে আসছে।
তবে এর কারণ হিসেবে মায়ান ক্যালেন্ডারের ভবিষ্যদ্বাণী নিয়ে মিডিয়ার অহেতুক প্রচারণা এবং এনিয়ে মানুষের অযোচিত ভীতিকে দায়ী করেন তিনি।
সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০ টি বিভিন্ন দেশের ১৬ হাজার ২৬২ জন লোকের মধ্যে এই জরিপ পরিচালনা করে ইপসস গ্লোবাল।
তবে রাষ্ট্র ভেদে এই বিশ্বাসের হারের রকমফের আছে। ইউরোপীয়দের মধ্যে একটু বেশি ভোগী বলে পরিচিত ফরাসিদের মধ্যে মাত্র ছয় শতাংশ লোকের মধ্যে এই বিশ্বাস আছে। অপরদিকে রক্ষণশীল তুরস্কের প্রায় ২২ শতাংশ মানুষ বিশ্বাস করে মহাপ্রলয় ঘটবে। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনায় এই হার তুরস্কের চেয়ে কিছুটা কম হলেও তা গড় হারের থেকে বেশিই।
তবে উত্তর ইউরোপীয়দের মধ্যে এই ভীতি অনেকটাই কম। বেলজিয়ামের অধিবাসীদের মধ্যে শুধুমাত্র সাত শতাংশ এবং যুক্তরাজ্যের আট শতাংশ লোক এই পৃথিবী ধ্বংসের ভীতিতে আক্রান্ত।
২০১২তে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বাসা বেঁেধছে রাশিয়া ও এর সাবেক প্রজাতন্ত্র পোলান্ডের মানুষের মধ্যে। তবে ব্রিটেনের খুব অল্প সংখ্যক লোকই অবশ্য বিশ্বাস করে ২০১২ তেই পৃথিবীর লীলা সাঙ্গ হতে যাচ্ছে।
জরিপে অংশ নেওয়া কম শিক্ষিত এবং কম উপার্জনকারী লোকজন এবং যাদের বয়স ৩৫ বছরের কম তাদের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবার আশঙ্কা সবচেয়ে বেশি বলে জানিয়েছে গটফ্রেই।
তবে যারা অপেক্ষাকৃত বয়স্ক এবং পৃথিবীতে যারা ইতিমধ্যেই অনেকটা সময় কাটিয়েছেন তাদের মধ্যে ভবিষ্যতে কি হবে তা নিয়ে ততটা উদ্বেগ নেই।
চীন, তুরস্ক, রাশিয়া, মেক্সিকো, দক্ষিণ, কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, হাঙ্গেরি, পোলান্ড, সুইডেন, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া ও জার্মানির অধিবাসীদের ওপর এই জরিপ চালায় ইপসস।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর