ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হৃদরোগীদের জন্য বহনযোগ্য মস্তিষ্ক শীতলীকরণ যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মে ৩, ২০১২
হৃদরোগীদের জন্য বহনযোগ্য মস্তিষ্ক শীতলীকরণ যন্ত্র

ঢাকা: সহজে বহনযোগ্য মস্তিষ্ক শীতলীকরণ যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে যুক্তরাজ্য। ক্যালিফোর্নিয়া ভিত্তিক বেনেচিল কোম্পানি এ যন্ত্রটির উদ্ভাবন করেছে।

এ যন্ত্র সফলভাবে ব্যবহার করা গেলে হৃদরোগে আক্রান্তদের বাঁচার সম্ভাবনা অনেক গুণ বাড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

লন্ডন’স এয়ার অ্যাম্বুলেন্স নামক যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানটি সর্বপ্রথম রিনোচিল নামের এই মস্তিষ্ক শীতলীকরণ যন্ত্রটি ব্যবহার করছে।

এ ব্যাপারে লন্ডন’স এয়ার অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রার ড. রিচার্ড লিয়ন বলেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই যদি আপনার দেহ ঠান্ডা করে ফেলা হয় তাহলে শুধু যে আপনার বাঁচার সম্ভাবনা বাড়ে তাই নয়, আপনার মস্তিষ্কের কোনরকম ক্ষতির আশঙ্কাও অনেকখানি কমে যায়। ’

নতুন এ যন্ত্রটি দিয়ে টিউবের মাধ্যমে নাসারন্ধ্রের উপর শীতল বাতাসের প্রবাহ দেওয়া হবে। এতে করে মস্তিষ্ক ও শরীর দ্রুত ঠান্ডা করা যাবে। এর ফলে রোগীর বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। যন্ত্রটি ছোট বলে অ্যাম্বুলেন্সে সব সময় বহন করা যাবে এবং প্রয়োজনে সময় ব্যবহার করা যাবে।

যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে বর্তমানে হৃদরোগ এবং স্ট্রোকে আক্রান্ত রোগীদের বাঁচাতে মস্কিষ্ক শীতলীকরণ যন্ত্র ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে সেগুলো আকারে অনেক বড় এবং ভারী হওয়ায় অ্যাম্বুলেন্সের মতো ছোট গাড়িতে বহন করা যায় না।

উল্লেখ্য, রোগীর দেহ কত দ্রুত ঠান্ডা করা যায় তা নিয়ে বিগত ১০ বছর ধরে গবেষকরা কাজ করে আসছেন। এর সফলতা হিসেবে ইতোমধ্যেই পাঁচবার শীতলীকরণ যন্ত্রটি ব্যবহার করা সম্ভব হয়েছে। পরীক্ষামূলক ব্যবহারে অর্থায়ন করছে কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।