ঢাকা: আফ্রিকার গোলযোগপূর্ণ রাষ্ট্র নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি গবাদিপশুর বাজারে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এছাড়া হামলায় বহু লোক আহত হওয়ার পাশাপাশি অসংখ্য গবাদিপশুও মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় হাসপাতালে ৩৪ টি মৃতদেহ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একজন সরকারি কর্মকর্তা। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিহতদের মধ্যে অনেকের লাশই আত্মীয়স্বজন হাসপাতালে না পাঠিয়ে সমাহিত করেছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার নাইজেরিয়ার ইয়েবো প্রদেশের পোতিসকাম শহরের এই গবাদি পশুর বাজারে হামলা চালানোর সময় আক্রমনকারীরা বেশ কিছু বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানায় স্থানীয় সূত্র।
ধারণা করা হচ্ছে আগের দিন সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। মাত্র একদিন আগে একটি ডাকাত দল বাজারটিকে লুট করতে চাইলেও বাজারের ক্রেতা ও বিক্রেতাদের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলে স্থানীয়রা। পরবর্তীতে ওই ডাকাত সদস্যকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
এই ঘটনার প্রতিশোধ নিতেই একদল সশস্ত্র বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ওই বাজারে হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র তোইন বাডেজেসিন। হামলাকারীরা বাজারে সমবেত গবাদি পশুর ক্রেতা ও বিক্রেতাদের ওপর বোমা নিক্ষেপ করে নির্বিচারে গুলি চালানো শুরু করে। নিহতদের মধ্যে অধিকাংশ গবাদিপশুর ক্রেতা ও বিক্রেতা বলে জানিয়েছে স্থানীয়রা।
হামলাকারীরা বাজারের দোকানপাটেও আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। এ সময় আগুনে পুড়ে এবং গুলি ও বিস্ফোরণে বহু গবাদিপশুও নিহত হয়।
নাইজেরিয়ার এই অঞ্চলে অনেক সময়ই স্থানীয় অপরাধী চক্রগুলো গবাদি পশুর বাজারে হামলা চালিয়ে অথবা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। মানুষকে আতংকিত করে গবাদিপশু লুট করার জন্যই তারা এই কাজ করে থাকে বলে জানায় স্থানীয়রা।
বাংলাদেশ সময়:১৯৪৮ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর