ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঐতিহাসিক যুদ্ধজাহাজ বেলগ্রানোকে স্মরণ করলো আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মে ৩, ২০১২
ঐতিহাসিক যুদ্ধজাহাজ বেলগ্রানোকে স্মরণ করলো আর্জেন্টিনা

ঢাকা: ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটিশ সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজ জেনারেল বেলগ্রানোর ডুবে যাওয়ার ৩০তম বার্ষিকী পালন করলো আর্জেন্টিনা। বিতর্কিত ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধের সময় আর্জেন্টিনার এই যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেয় একটি ব্রিটিশ সাবমেরিন।



জাহাজডুবিতে বেঁচে যাওয়া নাবিক ও নিহত ৩২৩ ক্রুর স্বজনেরা দিনটির স্মরণে সমবেত হন রাজধানী বুয়েন্সআয়ার্সে। দিনটিকে স্মরণ করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্ডেজ পুনরায় ফকল্যান্ডের ( তাদের ভাষায় মালভিনাস) ওপর নিজেদের সার্বভৌমত্বের অধিকার পুর্নব্যক্ত করেন।

১৯৮২ সালের ২ মে আর্জেন্টিনা নৌবাহিনীর ক্রজার জেনারেল বেলগ্রানোকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয় ব্রিটিশ পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ এইচ এম এস কনকয়েরোর।

সেসময় বেলগ্রানোর বেঁচে যাওয়া ক্র এবং পরবর্তীতে আর্জেন্টিনার নৌবাহিনীর অ্যাডমিরাল জর্জ কাস্ত্রো বলেন,‘আমাদের মিশন এখনও শেষ হয়নি, এটাই আমরা স্মরণ করছি এই দিনে। ’

তিনি আরো বলেন, ‘৩২৩ টি কন্ঠ জানিয়ে দেয় ক্ষতচিহ্ন এখনও শুকোঁয়নি। প্রত্যেকদিন তারা আমাদের স্মরণ করিয়ে দেয় মালভিনাস আজেন্টিনারই ছিলো, আছে এবং থাকবে। ’
 
গত মাসে উভয় দেশই ফকল্যান্ড যুদ্ধের ৩০তম বার্ষিকী পালন করে। এই যুদ্ধে ২৫৫জন ব্রিটিশ সেনা নিহত হওয়ার পাশাপাশি আর্জেন্টিনার ৬৫০ সেনা নিহত হয়। আর্জেন্টিনা পরবর্তীতে তার সেনা প্রত্যাহার করে নিলে তিন সপ্তাহ স্থায়ী এই যুদ্ধের অবসান ঘটে।

যুদ্ধের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নির্দেশে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। তবে এর ফলে সেসময় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিশ্বজুড়ে। আক্রান্ত হওয়ার সময় জাহাজটি বিতর্কিত দ্বীপটির ২’শ মাইলের বাইরে অবস্থান করছিলো।

আর্জেন্টিনা সে সময় দাবি করে আক্রান্ত হওয়ার সময় জাহাজটি ফেরত যাচ্ছিলো। এই জাহাজটির ডুবে যাওয়ার ঘটনা উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। ব্রিটেন ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই জাহাজটিতে হামলা চালায় বলে এখনও বিশ্বাস করে থাকে অধিকাংশ আর্জেন্টেনীয় নাগরিক।

টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজটি ডুবে গেলেও আর্জেন্টিনা ও চিলি থেকে আসা উদ্ধারকারী জাহাজগুলো এর ৭৭০ জন আরোহীকে জীবিত উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।