ঢাকা: একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত হয়ে ১৫ জন নিহত হয়েছে পাকিস্তানে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অপর ২১ আরোহী।
কোহিস্তান জেলার কোজমিলা নামক স্থানে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হাজারা অঞ্চলের প্রশাসক খালিদ খান উমারজাই সংবাদমাধ্যমকে জানান, ‘ দুর্ঘটনাকবলিত বাসটি গভীর খাদে পড়ে যাওয়ায় দু’জন নারী ও তিন শিশুসহ কমপক্ষে ১৫জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। ’
দ্রুতগতির বাসটি একটি মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উমরজাই। দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় অধিবাসীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তি এবং মৃতদেহগুলোকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেন। বাসটিতে ১৯ জন নিরাপত্তা কর্মীসহ ৩৭ জন যাত্রী ছিল। নিরাপত্তা কর্মীদের মধ্যে ছয়জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ সময়:২২১০ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা: শামসুন্নাহার, নিউজরুম এডিটর/ রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর