ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্র্যাক অফিসে হামলা, বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, মে ৪, ২০১২
আফগানিস্তানে ব্র্যাক অফিসে হামলা, বাংলাদেশি নিহত

ঢাকা: আফগানিস্তানে সন্দেহভাজন জঙ্গি হামলায় বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে সন্দেহভাজন তালেবান জঙ্গিদের হামলায় আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের  কর্মকর্তা মহিউদ্দিন নিহত হন বলে বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে জানায় আফগানিস্তানের পাজওয়াক নিউজ এজেন্সি।

এছাড়া ব্রাক আফগানিস্তানের কান্ট্রি ম্যানেজার খন্দকার আরিফুল ইসলাম বাংলানিউজকে নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

নিহত ব্র্যাক কর্মকর্তার লাশ তাদের হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘোর প্রদেশের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান কর্নেল মুরতাজা মুসলেহ পাজওয়াক নিউজ এজেন্সিকে জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সন্দেহভাজন তালেবানরা প্রাদেশিক রাজধানী চাঘচারানে অবস্থিত ব্র্যাকের অফিসে হামলা চালায়। ঘটনার সময় সেখানে অবস্থানরত অন্য বাংলাদেশিরা পালিয়ে যেতে সক্ষম হলেও অফিসের প্রধান মহিউদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ সময় এক হামলাকারীকে আহত অবস্থায় আটক করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্যই এই হামলা চালানো হয় বলে স্বীকার করে তারা।

ঘটনা থেকে বেঁচে যাওয়া অপর বাংলাদেশি সামিউল হক সংবাদমাধ্যমে জানান, হামলার সময় ঘটনাস্থলেই অফিসের প্রধান মহিউদ্দিন নিহত হন। তবে হামলাকারীদের অফিসে প্রবেশের পূর্বেই তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

হামলার শিকার ব্র্যাক অফিস ভবনটি চাঘচারানের গোয়েন্দা দপ্তরের গেস্ট হাউজ থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট  আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।